সভাপতির বাণী
প্রিয় ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শক প্রকৌশলী এবং কল্যাণ সংগঠনের সকল সম্মানিত সদস্য,
আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।
“ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শক কল্যাণ সংগঠন” একটি পেশাদার ও মানবিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো প্রকৌশল পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার সুরক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতির উন্নয়নে ভূমিকা রাখা।বর্তমান সময়ে নির্মাণ খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতে কর্মরত ইঞ্জিনিয়ারদের জ্ঞান, দক্ষতা ও সততা সমাজ গঠনে অপরিহার্য। আমাদের এই সংগঠন পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।আমরা চাই, একজন প্রকৌশলী শুধু পেশাজীবী নন, তিনিই হোন জাতি গঠনের কারিগর। এই সংগঠনের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞানের আদান-প্রদান, প্রশিক্ষণ, এবং কল্যাণমূলক কার্যক্রমের সুযোগ থাকবে সবার জন্য।আমি, সংগঠনের সভাপতি হিসেবে, সকল সদস্যকে আহ্বান জানাই—চলুন আমরা একসাথে, একমনে, এক উদ্দেশ্যে কাজ করি; যাতে পেশাগত মর্যাদা ও সামাজিক দায়িত্ব একযোগে বাস্তবায়িত হয়।
আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের সংগঠনের মূল শক্তি।
মোঃ আব্দুল কাইয়ুম আকন্দ
সভাপতি
ইমারত নির্মাণ প্রকৌশলী, প্রকৌশলী পরামর্শক কল্যাণ সংগঠন
+
+
