সাবেক সভাপতি এর বাণী

ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

২০১৬ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এক নতুন যাত্রা শুরু করি। সেই সময় থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ছিল আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা ও গৌরবের বিষয়। চার বছরের এই পথচলায় অনেক চ্যালেঞ্জ এসেছে, আবার অনেক সাফল্যের স্মৃতিও জড়িয়ে আছে।

সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও আত্মত্যাগ ছাড়া এ যাত্রা কখনোই সম্ভব হতো না। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই সব সহকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রম সংগঠনকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, ঐক্য ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও আমাদের সংগঠন প্রকৌশলীদের কল্যাণ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সংগঠনের প্রতিটি সাফল্যে আমি আজীবন গর্বিত থাকব।

ধন্যবাদ।

মোঃ হারুন অর রশিদ
প্রতিষ্ঠাতা সভাপতি (২০১৬–২০২০)
ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শ কল্যাণ সংগঠন